প্রিয় শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীগণ,
শুভেচ্ছা নিবেদন করছি।
বুনাগাতী ডিগ্রী কলেজ একটি স্বপ্নের শিক্ষাপ্রতিষ্ঠান—যা প্রতিষ্ঠার পর থেকে নিরন্তর জ্ঞানচর্চা, মানবিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষা বিস্তারের মাধ্যমে সমাজের আলোকবর্তিকা হয়ে কাজ করে চলেছে। আমাদের লক্ষ্য কেবল পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষা নয়; বরং শিক্ষার্থীদের মধ্যে সৎ, সাহসী ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার প্রয়াস অব্যাহত রাখা।
শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের পারস্পরিক সহযোগিতায় আজ বুনাগাতী ডিগ্রী কলেজ একটি সৃজনশীল, আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাঙ্গনে পরিণত হয়েছে। এখানে শিক্ষার সাথে সাথে সহপাঠ কার্যক্রম, নৈতিক উন্নয়ন ও নেতৃত্ব গড়ার সুযোগ রয়েছে।
আমরা বিশ্বাস করি—
“সুশিক্ষাই জাতির মেরুদণ্ড।”
তাই আমাদের প্রত্যেকটি প্রচেষ্টা হলো শিক্ষার গুণগত মান বৃদ্ধি করা এবং একটি উন্নত বাংলাদেশ গঠনে ভূমিকা রাখা।
সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।
অধ্যক্ষ
আদিত্য কুমার বিশ্বাস
বুনাগাতী ডিগ্রী কলেজ
